এই সাধ বহুদিনের।
তোমার মত সদ্যস্নাত চাঁদ উঠলে
তার প্রতিফলিত আলো শরীরে মাখাবো।
এই আশা নিয়ে দাওয়ায় বসে থাকা,
দুরে ঢ্যাঙা একটা ইউক্যালিপটাস।
কিন্তু চাঁদকে আড়াল করার সাধ্য নেই।
রাত গভীর হয়, আরো গভীর।
নক্ষত্রদের সাজানো আসন শূন্য থাকে।
কুয়াশার চাদর গায়ে জড়িয়ে দুএকটা রাত জাগা পাখী
আকাশে লিখে আসে অর্থহীন কবিতা।
নীচে মরা নদী চুপচাপ ।
তার গান গুলি ভাঙা ভায়োলিনে কে যেন বাজায়?
তাকে চিনি মনে হয়।
আমিও তো এক ব্যর্থ প্রেমিক।
পদ্মপাতায় পাতায় পেতেছি সংসার।
ঘাটে নৌকা আসার আগে হাতে যে দুচার পল
আর একটু গুছিয়ে রেখে আসি।
শুধু বলার ছিলো
তোমার শাড়ীর খূঁটে বেঁধে ছিলাম যে মুক্তো গুলো।
কোন জহুরি পেলে একবার দেখিয়ে নিও।