খরস্রোতা নদীর মতো
প্রেমহীন দিনক্ষণ গুলো চলেছে কোন অন্ধকার গহ্বরের দিকে।


পকেটে রাখা রুমাল দিয়ে বারবার মুছে নিই দৈনিক বিষন্নতা।


ঝলমলে আলোয় কাটানো নষ্টপ্রহর গুলো সাজিয়ে  যারা আত্মজীবনী লিখছে,
ইচ্ছেকরে তাদের  সামনে গিয়ে নিজের শরীরকে উলঙ্গ করি,
এক সমান্তরাল ইতিহাস বলার তাগিদে।


আমার শবদেহ তোমাদের চার পাশে অন্তহীন কবিতা হয়ে থাক।


এক অন্তরীক্ষ একাকীত্বের
খোঁজে বার বার অসফল হয়ে সমস্ত
বেদনাকে গেঁথে গেঁথে খুলে ফেলি,ফেলবো।


জীবনকে ভালোবসে আবার হয়ত  বেরিয়ে পড়বো কোন এক পাকদণ্ডী পথে।
কারণ এই পথ একদিন প্রশস্ত হবে।


ব্যঙ্গালোর ১২/৩/১৯