আমার শরীর ছাড়ে একে একে রাতের পাখিরা,
একই সাথে  আকাশে উড়ে
অনেক সূর্যডানা।
আমার ইচ্ছেগুলো কোন কৃষক রমনীর মত প্রত্যহ নামিয়ে আনে ঘর-সংসার,
দুঃসাহসিক পদক্ষেপে রোপন করে পৃথিবীর খুঁটিনাটি।
এই বুঝি হাঁটাপথে পথচলা,
জলাশয়ের তীর।পরিযায়ী আনাগোনা।
প্রজাপতির স্বপ্নে ঝলসে যাওয়া অনেক  অবয়ব এখন সময়ের কুয়াশায় অস্পষ্ট।
শুধু কোন রমনীর রমনীয় শরীর নক্ষত্রের মত ভেসে উঠে নীলজলে।
এইসব দৃশ্যমালা পেরিয়ে যেতে ক্ষীণ হয়ে আসে  ঋতুর আয়ুষ্কাল।
সন্ধ্যায় যে ফুলেরা এখনো ফুটে আছো
তারা আমায় জড়িয়ে ধরো,
আমিও এক যাত্রী,  তোমরা তো জানো।