লাল পর্দার আড়ালে আড়ালে
নিঃসঙ্গ  চাঁদ উঁকি দিয়ে গেছে
নীলাভ আকাশে।


পরিত্যাক্ত জমিদার বাড়ির
কার্নিসে কার্নিসে এখনো ঝুমুর গানের
আওয়াজ শুনেছে দু এক জন
“মেহের আলি”।


আতরের গন্ধে অতীতকে ভোলাবে কে ?
অবসাদ গ্রস্থ উত্তরীয় পড়ে আছে
কারো গোপন অঙ্গকে জড়িয়ে।


সবকিছু এখনো সদ্য বিধবার মত সাদা..
কোন রঙ চড়েনি।
সব কলংক থেকে ঠিকরে পড়া আলোর শেডে
...লিভটুগেদার।


আজ নির্জন সরাইখানায় সূর্য ডুবলে
কেউ সাজদায় বসে যাবে।