ধারাপাত মুখস্থ করে জীবনের ধারাপাত একটুও বদলায়নি,
আমি এই কথাটাই বলতে চাই মাস্টারমশায়।
আপনি সরলরেখায় বিশ্বাসী ছিলেন,
টের পাননি কখন জীবনের জ্যামিতিটাই বদলে গেছে।
কোন আকর্ষণ শক্তি কাজ করে না,
তাই বদলে গেছে ভাটার টান।জোয়ারের আবেগ।
আসলে আপনার কোন দুরদৃষ্টি ছিলো না,
তাই দেখতে পাননি মেঘলা আকাশ,
আর তার পিছনে অনেক যুগ ধরে অনেক শীতল সূর্যোদয়।
আপনি সম্পর্কের শুরু দেখেছিলেন,
উল্লসিত হতেন।
আমি আজ তার অন্ত্যেষ্টি দেখছি।
নদী আমার পায়ের তলায়  পাড় ভাঙ্গছে।
বলুন মাস্টারমশায়,
এমন একটা জায়গায় দাঁড়িয়ে আপনি ঠিক কোন ধারাপাতের কথা বলতেন?
নাকি পরাজয়ের গ্লানিতে মুখ ঢেকে মেটাতেন পূর্বঋণ।
একটা কিছু করুন মাস্টারমশায়,
বাঁচতে বড় লোভ।