কিছু আধা সত্য, কিছু গভীর সত্য,
গোপনে রাখা থাকে মনের চোরকুঠীতে,
মুখোশটাই আসল
নইলে বদলে যাবে চেনা ফ্রেম।


কে কোথায় নীলকন্ঠ হয়ে
বাসা বাঁধে প্রদীপের অন্ধকারে।
প্রতিদিনের চালচিত্রে
লালসার আদান প্রদান
সুদৃশ্য গিফ্টপ্যাকে ।


গলার মালাকে আকঁড়ে
ভয়ে ভয়ে পথ চলা।
সভ্যতার তোয়ালে ঢেকে
মানবতা বসে আছে  অশ্রুস্মিতা হয়ে।