কাল ঈশ্বরকে বানিয়েছিলাম
আজ অন্যকিছু
রঙ তুলি ডাকের সাজ
খড়কুটো মাটি
হাত দুটো নিসপিস করে।


হিংসা দুষন,তালিবানি মন
পিছন ফিরলে একজন বুদ্ধ পেতেই পারি।


গর্বিত নক্ষত্রদের নির্যাস
ঢেলে দিই নির্মোহী অন্ধকারে।


সেই বরাভয় মুখ
তমিস্রাকে মুঠোয় নিয়ে
আলোয় লুটোপুটি।


নিজের ঈশ্বরের কাছে নতজানু
লোভ নেই অমরত্বের
হাতের বাঁশিটা দাও
একটা নিষ্কলঙ্ক পৃথিবী গড়ি।