আর কেঁদো না মা
দু হাতে চোখের  জল মোছো।
তুমি যদি কাঁদো,
তবে কে আর আমার কব্জিতে
রাইফেল ধরার শক্তি যোগবে?
তোমারই রক্তাক্ত নিসর্গমালায়
আমারই ধর্ষিতা বোনের চোখের জল।
তাই আমাকে আজ সাজিয়ে দাও
তোমার লালিত আশার দধিচী দিয়ে
তুমি তো আমার বাংলাদেশ-
জীবনের প্রতিটি অধ্যায়
নাহয় ধলেশ্বেরী কপোতাক্ষের তীরে
তোমারই পাতা আচঁলে নিশ্চিত বিশ্র্রাম।
কালো মেঘের ব্যরিকেড থেকে
সূর্য ছিনিয়ে আনতে কিছু মুল্য তো লাগবেই
তার জন্য কেঁদো না মা জল মোছো।


                                  স্বপন দাস