যতই রক্ত ঝড়ুক
এই ঐকতানের তাল কাটতে,
যতই আঘাত হানুক কোন বেসুরো সুর,
এ মাটিতে কোন রক্তবীজের ফসল ফলবে না ।
যতই কাঁটা ফুটুক পায়ে এ আজানের শঙ্খ ধ্বনি থামবে না
এ মিলনমেলায় ঈদের খুশী দিওয়ালীর আলো নিভবে না ।
বাধা আসুক শফথ নেবো
সেই চেনাপথে হাতেহাত
মিলনেরই সুর গাইবো ।