তোমার নীরবতা ভাইরাল হলো
ফেসবুকে,
অনেক "লাইকের" ভীড়ে হারিয়ে গেল
আসল নকল।
একাকী কথনে যেটা তুমি জানতে।


অনেক মালা গলায় পরতে পরতে
মনে হয়েছিল এটা তোমার অধিকার
খেয়াল করোনি কোন মালি সযতনে
কাঁটাও রেখে গেছে।


“সুখের” সঙ্গে সেলফী তুলতে তুলতে
একদিন মরীচিকা হয়ে গেল
রঙ্গমঞ্চের সব সীমারেখা ।


অঘটন ঘটে প্রতিনিয়ত
শ্রাবণী চোখে মুখের রঙ ধুয়ে ধুয়ে
আবার সেই মাটির কাছাকাছি
তোমার উপরে যার
সবচেয়ে বেশী অধিকার।