কোন উদ্দেশ্য নেই
কেউ অপেক্ষায় নেই
রোদ্দুরের দীপ্তি নেই
  ‌‌                   ‌‌   ছায়া ও নেই।

দেওয়ালে জাফরি কাটা শীত সকাল ।

একক ঈশ্বর সযত্নে  মুছে  দেন
কারো গাড়ির উইন্ড স্ক্রীনে
‍‍ ‌‌      ‍‍                      ‌‌ ‌‌‌‌‌  শিশির পতন ।

গাছেদের আত্মাহুতিতে
শীতলতায় স্বাহা হতে  গিয়ে ফিরে  আসে কিছু  জীবন ।  

বটের ঝুড়িতে এখনো মেয়েবেলা উষ্ণতা পায়
                        .         ‌‌‌‌                   দে দোল।

কুয়াশার চাদরে বিকৃতকাম বিকেল অপেক্ষায় ।

কবে অঙ্গারআত্তি করণ শিখবে মানুষ ?