শীতবুড়ি ঠকঠক
কম্বল গায়,
চাষিভাই ধান কাটে
সারিগান গায়।
কোথায় সূর্যি মামা
দেখা নেই যার,
কুয়াশায় মুখ ঢাকে
লুকোচুরি তার।
ছোট হয় দিনগুলি
রাত গুলি বড়,
লেপমুড়ি দিয়ে মোরা
হই জড় সড়।
ধান কুটে চাষিবৌ
পিঠেপুলি হবে,
বাড়ি বাড়ি মহাধূম
নবান্ন উৎসবে।