ঊনিশে ও একুশে মিলে মিশে গেছে
             সীমানার কাঁটাতারে।
ঝরেছে রক্ত দুই বাংলার
                   এপারে ওপারে।
এ দেশের সবুজ মাটি
                     সহেনি অপমান,
তার দামাল ছেলেরা
                   দিয়েছে বলিদান।
কোন ভাষা আর করতে পারে
                      এমন অহংকার,
যার বর্ণ মালায় চির ভাস্বর
                     রক্তিম অলংকার।