নিঝুম ঘুমের ঘোরে        দেখি বসে আয়না
স্বপ্নেরা কত দূরে           দেখে বোঝা যায় না
স্বপ্ন যখন এল              মন বলে, "আমি কে?
এই পৃথিবীতে মোর        সবচেয়ে দামি কে?"
তাই মোর মন আজ        মেলল যে পাখনা
নিরুদ্দেশের পানে          যায় যদি, যাক না।


হাজার বছর পরে           বিশ্বভুবন ঘুরে
বেদুইন মোর মন           ফিরবে নিজের ঘরে
               মেঘের মুলুক ঘুরে
               স্মৃতির খাতাটা ভরে
হাজার বছর পরে           ফিরবে নিজের ঘরে।


নিঝুম রাতের মাঝে         মন ডাকে, "আয় না
এত দূর-দূরান্তে             একা ঘোরা যায় না।"
হাসি আমি, বলি তাকে,    "যাব কি রে, যাব কি?
যদি যাই তবু আমি          তোকে ফিরে পাব কি?"
তাই মোর মন আজ         একাকিনী যাত্রী
স্তব্ধ জ্যোৎস্না মাখা          নিশীথিনী রাত্রি।


হাজার বছর পরে            স্বদেশ বিদেশ ঘুরে
ভবঘুরে মন মোরে           টেনে নেবে বাহুডোরে
                   স্বপ্নেতে ভর করে
                  ফিরে এসে মন মোরে
হাজার বছর পরে            নেবে নিজ বাহুডোরে।