আমার আড়ালে কোথায় পর্দা?
যেদিকে বায়ু বয় সে পথের কোথায় কবেকার
'ম্যাল'  'অ্যারিয়া',
বিশাল উচ্চতার থোকা থোকা আঙ্গুর নিচে তোমারি
শরীরে মাথা গজেছে শিয়ালের।
খপ্ করে ধরে ফেলা হাতে চিরচেনা পৌরুষ
আর নিজেকে পুরুষ ভেবে জ্বলেছো -
অথচ চিরকাল দিয়াশলাই এর কাঠিটা ছিলাম আমি।
আমার স্তন আর তার উপর তোমার দেয়া মেহেরবানি -
শুকিয়ে গেছে সে গাছ যে গাছে হেলানো ফুল ঝরে,পানি
দেওয়া হয়নি,হয়নি তা তোমারি সঙ্গে।
কি বাঁধা হয়ে দাঁড়িয়েছে?
আমার ঊরুসন্ধি ভেঙ্গে গেছে,আমি আঙ্গুর হয়ে ঝুলে
    তুমি শিয়াল হলে তবে, তোমার কামনায় জল ঢেলে
উরু ঢেকেছে কাপড়ে।
কি বাঁধা হয়ে দাঁড়িয়েছে?


শ্বেত শুভ্র স্লেটে বোলতা লিখে 'অর্থ'।