নেবোই তো!


পর্দায় গদারের সাদা-কালো সিনেমা 'ভিবহে সা ভি'!
শেষ সিন।যথারীতি দিনশেষে বেশ্যারই মৃত্যু হয় রাতটা জাগতে হতে পেরে।


'ফিন'! শেষ সিনেমাটা। কি বোঝালো?
যতই বলি না কেনো পাহি(প্যারিস) মানে 'লা ভি আঁ রোজে', দিনশেষে গোলাপ থাকে গাছে,
                                                                                 জীবন আগাছে।


নেপথ্যে বাজে মোজার্টের সিম্ফনি ফোরটি ইন জি মাইনর,
পাশের বাসার রেওয়াজ আর 'পা নি ধা। নি ধা মা পা গা। মা গা রে সা......'


অদ্ভূত ডিস্টর্শান আর আতঙ্কে জিভে,
লাল হয়ে যাচ্ছি। পৃথিবী লাশের হচ্ছে। কিসের 'পরে আস্হা?
গুঞ্জণ কোথায়? বাগান কোথায়?
সিনেমার রিলে জীবন দেখাচ্ছে
সামনে দেখাবে করোনাত্তর ধারা
সব জিভ্ আর হতাশা।
নেই পথ।