জীবন এখানে থমকে গেছে
কুয়াশার চাদরে ঢেকে।
শুনেছি জীবন বয়ে চলে নাকি
তীরে তীরে একে বেকে।


এখানে আকাশে আবির রাঙে না
দৃষ্টি করে দেয় ক্ষীণ্ ।
ভুল জনমের  ভুল দেবতা
অভিশাপে মোরে যেন।


এখানে ফসল ঘরে ওঠে না
বানে ধুয়ে ভেসে যায়।
পাষাণ রোদের পায়না কৃপা,
ধান জলেছে খড়ায়।


করুন অভাবের দারুন ক্ষুধায়
শীর্ণ করে দেহ মন,
উৎসবও হেথা পালিয়ে বেড়ায়
ঈদ, পূজা, পার্বন।


হয়তো শহরের রাজা রানী আছে
ক্ষুধায় কাটে না রাত,
থালাতে সাজে তরকারি কত
পেট ভরে খায় ভাত ।


সাদা সাদা ভাত, মাছ -মাংস
খেতে জানি কত স্বাদ,
জিব চাটে আর ঢোক গেলে চাষা
ভেবে ভেবে আহলা।


কত ব্যাথা লয়ে পাষান বাধিছে
প্রিয় জন চলে যায়,
ব্যাধিতে ওসুধ না পেয়ে
প্রানের প্রদিপ মুছরায়।


নিপিরিত মন তোমারেই  ডাকিছে
দয়াময় ভগবান,
এ জীবনে - মোর মঙ্গল কর
ভুলে গিয়ে অভিমান।
এ জীবনে  মোর- মঙ্গল কর,
মুছে দাও অপমান।