নীরা তোমার শাড়ির আঁচল,
স্বপ্নে সাদা মেঘ হয়ে যায় -
আমার বুকে।


বেলাভূমির এইতো পাশে,
কেয়া ফুলের  ঘ্রাণ বাতাসে,
তোমার কোলে মাথা রেখে -
হারিয়ে গেছি- ঘুম আসে না।


নীরা তুমি হাত বোলালে-
আমার চুলে, চোখের পাতায়।
বুকের মাঝে  আগুন দিলে-
পুড়ছে শুধু,
আর নেভেনা।


নীরা তুমি এই যুবকের -
মনের মানুষ,
আকাশ ভরা তারার মেলা,
র্পূনীমা চাঁদ-নীল জোছনা।
এত্ত কাছে আজকে তুমি
তভু যেন মন ভরে না।


নীরা আমি সাগর হবো।
তুমি তাতে ঢেউ হয়ে যাও-
আছড়ে পরো আমার বুকে।
দিনে দুবার জোয়ার হবে-
মিষ্টি করে কথা কবে।


সত্যি করে বলো নীরা -
এই চোখেতে কি দেখা যায়?
বলতে পার? -
একলা পথে ভরদুপুরে -
বুকের মাঝে  মন কেন চায়?


মন কেন চায় একটু পরশ।
ভাবছি, বলবো কি না?
শেষ বেলাতে হারিয়ে গেছে
দষ্যি মনের সকল সাহস।


বুঝলে নীরা? পাগল আমি-
সেই পাগলের রানী তুমি।


নীরা তুমি এই যুবকের মনের মানুষ।
আকাশ ভরা তারার মেলা।
র্পূনীমা চাঁদ -নীল জোছনা।


শুনছো...... ?
নীরা তুমি এই যুবকের মনের মানুষ।
ভালবাসি ভুল বুঝনা।