দেখা লাই
বাত লাই,
ঘারকে দিলি আগুন।
বাঁইচবলারে-কী ছুনহালি
আইছল পোরা ফাগুন।


তুকে হামার প্রেম দিবক আয়
ফুল বাগিচায় চোল।
ছবকিছু তোক বিলাই দিব্
তু-ও দিবি বোল?


ঘাঁনছের উপর বিছাই দিব
লাল ছারির আনঞ্চল,
তুয়ার বুকেই ঘর বাইন্ধব্
মন হোলো চঞ্চল।


যে চাখিছে, সে যানিছে -
প্রেমের মধু কী।
বুকের মাঝে জইলছে দেখেক
প্রেমের জোনকী।


কালো কেঁছে তুয়ার মনে
কঁছাই দিব বান।
তু-ই হামার আন্ধার ঘোরের
পূনিমার-ই চাঁন।


চাঁন্দের বুকে আকাশ যেমন
জরায়ে ঘুমায় থাকে,
তু-হামাকে বাছর দিবি-
চৈতি ছারুল রাতে।


বোল হামাকে বাছর দিবি
চৈতি ছারুল রাতে?