তোর কাঁইঞ্জল কাঁলো-
চোঁখ ছজনী
আন্ধার কাঁলো চুল
বুকের ছঙগে যোঁরায় ধরে
চোঁল করিগে ভুল

চাঁনটাকে আইজ কাল্ লাঁইগছে
ছামনে তুঁকে দেইখেখ
বুকের মাঁইনঝে প্রেম যমুনা চাইলছে
আঁইকে বাঁইকেক।


ভরা গাংগে স্রোতো ছংগে
সায়র পানে ধায়
রাঁধে মাঙ্গে কালা ভোমর
মধু চুঁছে খায়।

যিমন রাঁধার তিমন কানা
পাড়ের কড়ি আঠর আানা
কেমনে *পাঁজি চায়?
একলা পাঁইয়ে সোনার অঙগ
লুঁটেট-পুঁটেট খায়।