ফাল্গুনী রাত দুপুরে
বৃন্দাবনের পুকুরে,
শ্যামে আর রাধে মিলে
জলকেলি খেলায়।


বাঁশির সুরে ডাকলে কালায়
প্রাণ হারিয়ে যায়,
কেমন করে বাধবো রে মন
ঘরে থাকা দায়।
ট্যারা চোখে চায় ননদী
রাধার মনটা পোড়ে,
ধিকি ধিকি জ্বলছে আগুন
কে নেভাতে পারে।

ফাল্গুনী রাত দুপুরে
বৃন্দাবনের পুকুরে,
শ্যামে আর রাধে মিলে
জলকেলি খেলায়।


কালা যদি ভ্রমর হতো
আমি বুনফুল,
কোলে বসে মধু খাবে
হয় যদি হোক ভুল।
একলা রাতেও কালার টানে
নদীর ঘাটে যায়,
পোড়ামুখী ভয়ে ভয়ে
পিছন ফিরে চায়।

প্রেম যমুনায় নৌকা বাধা
সুজন মাঝি তায়,
জলের মাঝে জল ছিটায়ে
জল খেলি খেলায়।


ওরে ফাল্গুনী রাত দুপুরে
বৃন্দাবনের পুকুরে,
শ্যামে আর রাধে মিলে
জলকেলি খেলায়।