কেমন তোমার নিয়ম-নীতি?
কেমন তোমার মন?
দিনের বেলায় শাসন-ত্রাসন
রাতে আলিঙ্গন।


জানতে যদি শহর জুড়ে
মিথ্যে দালান কোঠা।
ভয় কিসে মোর ?  - হিসেব মিলাই
জড়িয়ে ছেঁড়া কাঁথা।


হীরক রাজার দর্প ভারী
শোধ হবেনা দেনা,
গোপী-বাঘা আর এলো না!
থাকলো সবাই কানা ।