তোরা সব হারামজাদা
         পিতৃ পরিচয় নাই
শিরায় তোদের মুত্র বহে, রক্ত বহে নাই
  প্রগতিশীলের বাচ্চা উন্নয়ন মাঙ্গে?  
         মাঙ্গেই বুঝে নাই


হাহাকারে কাঁপে না পরান?
বিবেকে কি দেয় না নারান?
চেয়ে কি চোখেও দেখিস না?


মায়ের কান্দে বাপে কান্দে
    কান্দে দুধের শিশু  
বাজারের ব্যাগ  হাতে নিয়ে
    কান্দে হাজার যিশু।
মরছিল সেই মেরির ছেলে
    মুক্তি দিলো জগৎ,
তোদের ছেলেও মরবে বাজান
      বাঁচার কিবা মুরদ।


আগুনের লিলিহান শিখাও একদিন প্রতিশোধ নিবে
            আগুন আগুন মিছিল হবে
সেই মিছিলে উঠবে ফুসে, বুকে আগুন যে পিতার
ভুল করেও বাদ যাবে না সীতার কিবা চিতার।
সেই মিছিলে অংশ নিবে কৃষক, কামার, চামার
সেই মিছিলে অংশ নিবে অন্ধ দুচোখ আমার
সেই মিছিলে অংশ নিবে ভগ্ন যাদের মন
সেই মিছিলে অংশ নিবে ঘরনেই,নির্ধন
সেই মিছিলে অংশ নিবে পানের দোকানদার
সেই মিছিলে অংশ নিবে জীবন যার আংগার
সেই মিছিলে অংশ নিবে ধর্ষিতা-মৃত তনু
সেই মিছিলে অংশ নিবে যার সর্বদা নতজানু
সেই মিছিলে অংশ নিবে নিউমার্কেটের ব্যবসায়ী
সেই মিছিলে অংশ নিবে চুপ থেকে যারা দায়ী
সেই মিছিলে অংশ নিবে কোটিপতির ছেলে
যেই মিছিলে অংশ নিবে মধ্যবিত্ত মেয়েলে
সেই মিছিলে অংশ নিবে হিদু,চারাল,মুন্সি
সেই মিছিলে অংশ নিবে শেক্সপিয়ার আর ভিঞ্চি।


তোর শরীরে আগুন দিব, আগুন দিব ঘরে
তোর দালালের ফাঁসি দিব মিলন-রাতের-ভোরে
      
         তোর ছেলেরা পালিয়ে যাবে
              নিথর তোকে রেখে
        তোর কুকর্মের বিচার সে দিন
              দেখবে সবাই চোখে।