মুরুগ ডাকা সকাল বেলাত,
কোকিল ডাকা দুপুর বেলাত,
শিয়াল ডাকা জোস্না রাইতে,
হালের ভুইয়ত পান্তা খাইতে -
তুই আর মুই, খালি তুই আর মুই।


সারাবেলা খেলা খেলাং-
বালা দিয়া ঘর বানাং,
বাড়ি বানাং,  
সেইলা ফির ভাংগি ফেলাং,
ধুলা উরি পিট্টি বেরাং-
তুই আর মুই, খালি তুই আর মুই।


গাছের নিচে ডোলবারি আর চেংকু ডানডা,
টায়ার দিয়া গাড়ি চালাং,
বেহালার ডাল দিয়া ঘোড়া চালাং,
ওকরা গাছের গান শোনাং-
তুই আর মুই, খালি তুই আর মুই।


চাউল পড়া আর চিনি পড়া,
আম পতালি জোড়া জোড়া,
বাসের সাঁকো নরা-ভরা,
কলা গাছের নয়া-ভুড়্যা-
তুই আর মুই, খালি তুই আর মুই।


জাড় সকালের শিউলি শিমুল,
নাল শাড়িতে বইয়ের পুতুল,
বর-কইনা সৌগ আবুল আবুল -
তুই আর মুই, খালি তুই আর মুই।


তাসের খেলাত জোকার দুখান,
তৈতৈয়ের বাচ্চা দুখান,
কাল নাগিনী হামরা দুখান,
মীর জুমলার দুইটা কামান-
তুই আর মুই, খালি তুই আর মুই।


নাল বউয়ে ঐ আকালি খেতে,
নাল শাক আর নাল মুলাতে,
হলুদ ফুলের শইরশা খেতে,
আম-কাটল আর খই গুলাতে-
তুই আর মুই, খালি তুই আর মুই।


লক্ষী  যখন লক্ষীটেরা -
জনম দূখি কপাল পোড়া,
শিল পাটা আর শাংকি-নোরা,
এ্যর প্রেমে অয় পাগল পারা-
তুই আর মুই, খালি তুই আর মুই