রমনীকে আমি দেবী মনে করি
রমনীর পদে মোর শ্রদ্ধা নত করি।
আমি দেব হই শুধু একজনার__


তুমাদের সকলকে দেবী ভেবেছি
শুধু যে আমার তাহাকে ছারা
সেও সহসা দেবী রুপ নেয়
কভু, আমাকে দেয় মন্ত্রধারা।


স্রষ্টার চারুতায় মন মুগ্ধ মোর
রাঙ্গিয়ে আছে মোর আখি ডোর
আর তুমরা হয়েছ তার প্রতিনিধি__


জগতের যত সব ধর্ম-কর্ম মাঝে
মহাকালের মহামণিষীর প্রতি পদ তরে
তুমরা আমাদের পরলোকের বাতি
তুমাদের তো আমরা মানতেই হবে।