প্রহর তো প্রায় শেষের পথে সখি
পূব আকাশে সাদা আলো দেখি
চেয়ে দেখ শুক তারাটা নাই
অসীম নীলে হারিয়ে গেছে অসীম সীমানায়
বাদল ঝরা রাত পোহাল বুঝি
তবু মোরা রাতের ভীরে হয়ত কিছু খুজি
চাওয়া যে কি মনের গহীনে
তুমার চাওয়া আমি ছারা
আমারটা কি তুমি বিহনে?
মনো বিণায় বাজে করুণ সুর
এইতো দেখি পাখি ডাকে হয়ে গেল ভোর
স্বপ্ন বুঝি এবার গেল টুটে
শুক তারাটার পিছু পিছু ছুটে
ভাবনা মোহর এমন রাতের সুখ
দুঃখী মোদের পিয়াসী প্রাণ বাডিয়ে দিল দুঃখ
সত্য কী তা দু'জন দু'জনার?
তবে এতো বিভেদ কিসের কষ্ট অনির্বার