তোমাতে লোকানো মাহা মনিবের ধন
তুমি যাদুকর সেজে কর হৃদয় হরণ
হাজার ক্রোশ দূরে থেকেও তুমার আবেগ
জীর্ণ বোকেও বাডিয়ে দেয় নক্ষত্রের বেগ
তুমি আলোক গতিতে ছুট এদিক সেদিক
কেও তোমার জয়ে গান গায়,
আবার কেও সর্বদা ছুডে দেয় ধিক
তুমি পুরুষের প্রাণের চেতনা
তোমার বিরহে বুক ভরে বেদনা
উত্থান পতনে তোমার কারন
আমরা মেনে নেই তোমাদের বারন
পুতুলের মত করে নাচাও যেমন খুশি
তোমাদের ভাবধারায় আমরা রুষি
তুমি চন্দ্র কিরণ দশমীর চাঁদ
তুমি আবেগ, অনুভুতি, বিরহীনি রাত
3.Oct.20012