তুমি স্বর্গে বসা বিবি হাওয়া
আদমের মনোরথে তুমার আসা যাওয়া
তুমি চুম্বকের আকর্ষনে টেনে নিতে পার
তুমি ইচ্ছে করলে চুষে শেষ কর
তুমি আগ্রহী, তুমি হৃদয়ের রস
তুমি বেহেস্তী ফলের মোরব্ব-শস
জগতের প্রতি ক্ষণে তুমি আর তুমি
তুমাকে ফেলে দিয়েছিল কি মাওলানা রুমী?
তুমি অসহায়ের সহায়, মাতা-ভগ্নী
তুমি প্রিয়া, ঘৃন্য মানবী, তুমি চির সঙ্গী
তুমি ছুটে চল মানবের মনে
তুমি ঘুর পাক খাও প্রতি ক্ষণে ক্ষণে
তুমি সৃষ্টি জগতে নিওক্লিয়াস
তুমি দোযখের স্বর্প, প্রিথিবীকে ধংস করে
যার বিষ শ্বাশ
তুমি আসমান যমীনে সীমাহীন
তুমি ক্ষুদ্র, তুমি দুরন্ত নাগ বীন
তুমি কাব্য জগতে মধুর ছন্দ
তুমি তৃপ্তি, প্রশান্তি, তুমি আনন্দ
তুমি ফাল্গুনে কালো ভ্রমর
তুমি অতি আপন, নয়তো শত্রু-পর
তুমি শ্রেষ্ঠ রমনী, তুমার বন্দনায় রচিত
যত গান, কবিতা, সাহিত্য সব স্বর্ন খচিত
5.oct.2012