তুমি ভাব জগতে আবেগের বন্যা
তুমি আকাশের পরী, তুমি জলকন্যা
তুমি চাওয়ার মাঝে ক্ষনিরের মিল
তুমি মরিচীকা, তুমি আলেয়ার ঝিলমিল
তুমি ধু ধু সাহারায় জলের পরশ
তুমি মুমূর্ষু কালে প্রাণের সরস
তুমি চোখের অশ্রু, বেদনার হা-হুতাশ
তুমি যশ, সম্মান নয়তো উপহাস
তুমি চক্রাকারে ঘুরে বেরাও চক্র হয়ে
তুমি চলে গেলেও আবেগ যায় রয়ে
তুমি জলের ঢেউ, পাখির গান
তুমি আপনার হলে, অপরের দুখের বাণ
অসহ্য যন্ত্রনায় তুমি সহসা এলে
পালকহীন ডানাটাও আকাশে মেলে
তুমি ময়ূরী পেখমের তালে নাচ
তুমি যেখানেই থাক হৃদয়েই বাঁচ
তুমি ধন্য, জঘন্য
তুমি পাপ, তুমি পুন্য
তুমি মাস বছর, যুগের ধাওয়া
তুমি প্রথম দিন থেকেই মাতৃ রুপে পাওয়া
তুমি দান করে জীবন, আবার নিতে পার
তুমি যাকে যা দিয়েছ আবার সহসাই কার
5.oct.2012