তুমি পৌষের শীত, গ্রীষ্মের হাওয়া
তুমি সকালের শিশির, ফরয নাওয়া
তুমি স্বপ্নবিলাসীর স্বপ্নের রানী
তুমি প্রেমাবেগের অমৃত বানী
তুমি চঞ্চল প্রাণে অস্থির ঝর্না
তুমি ক্ষুদ্র মনের সপ্তবর্ণা
তুমি শোক, তুমি দুখ, তুমি আশা
তুমি জগতের প্রাণ, তুমি সর্বনাশা
তুমি মমতাজ, তুমি পার্বতী
তুমি সতী কিংবা অসতী
তুমি বেহুলা বেশে সাঁতারে বেরাও
তুমি বাহিরগামীকে ঘরে ফেরাও
তুমি প্রিয়া হলে বাবাও অস্থির
মাপ করো খোদা, আমি নয় অধীর
জগতে হয়েছে এরূপ শুনেছি এমন
রমনীর কী যে শক্তি ! এ তো রমনীর ধরন
আমি রাজা রাবন নয়, শুধু কল্পনায়
একেছি এই দৃশ্যপট হৃদয়ের আল্পনায়
রমনীর গুণে যত নেচে উঠে প্রাণ
সব তো খোদা তুমারই দান
তুমি রমনী গডেছ, পুরুষ ও তো তোমার
মাঝে দিয়েছ নীতি জ্ঞান, নিয়মের
পাহাড
তবে কেন দিলে মন, যদি সবখানেই যায়
খোদা মাপ করো মোরে, আমি নিরুপায়
6.oct.2012