ভালোবাসাও বিক্রি হয়? হ্যাঁ, হয়।
যেমন, আপনি দুর্বল প্রকৃতির/প্রাণ মানুষ হলে,
যখনই আপনার জীবনে সবকিছু এক এক করে
ক্ষয় হয়ে ছাঁই এর মতো বাতাসে ভাসতে শুরু করবে,
তখন শুধু আপনি নয়, আপনার মতো-
পৃথিবীর সব মানুষই চাইবে অগভীর এই নির্মম ও
অন্যের সুরের শব্দকাণায় নিজের নীরবতার এই কবর
থেকে যে কোন মূল্যে বের হতে,
তখনই ভালোবাসা Trade হয়।
ও হ্যাঁ, আপনি এই Trade না করলেও আপনার-
ভালোবাসা অন্যের দ্বারাও Trade হয়ে যেতে পারে।
এই ‘অন্য’রা হলো যাদের কাছে আপনি-
আপনার ভালোবাসা আমানত রেখেছেন,
আমি তাদেরই কথা বলছি!


আমার ভালোবাসাও Trade হয়েছে,
আমি করি নি, আমাকে না জানিয়ে করা হয়েছে,
একবার নয় বারবার হয়েছে!
এতবার Trade করার পর,
যে কোনো জিনিসই পুরাতন হতে শুরু করে,
কম কাজ করতে শুরু করে, আর এখানে তো-
আমি আমার মন-ভালোবাসার কথা বলছি।
আমার ভালোবাসা Trade করেছে-
আমার কাছের মানুষগুলো- কখনো সফলতার কাছে,
কখনো পারিবারিক সদস্যের কাছে,
কখনো দেহের কাছে, হা-হা-হা...
আপনার কোনো কিছু অন্যায় ভাবে বিক্রি হয়ে গেলে-
আপনি কি করবেন? অবশ্যই এই কিছুকে-
যে কোনো মূল্যে ফিরিয়ে নিজের করতে চাইবেন।
আমার মাথায়ও এই একই জেদ চাপলো-
কিন্তু একটু বিকৃতভাবে। যেমন,
আমি পারিবারিক সদস্যকে পেয়েছি,
তারপর ছেড়ে দিয়েছি।
সফলতা যা আছে, ছিল- হ্যাঁ, ত্যাগ করেছি।
এখন শুধু বাকি এই আমার দেহ- কথা দিচ্ছি ছেড়ে দেব!