ছেড়ে যাবে একদিন এই নিশংস বাস্তবতা,
গুলিয়ে রেখে যাবো হয়তো আরো পাঁচ-সাতটা রঙ
কিন্তু তাতে আর ছবি আঁকা হবে না।
মিলিয়ে যাবে না আর আমার নিঃশ্বাস এই দূষিত বায়ুতে
মিলবে না আর এই প্রাণ, জীবিত মস্তকের ভিড়ে!
মিশে যাবো একদিন-
কাঁচা মাটির ঘ্রাণ, শরীরে মেখে মেখে।
তবুও ভুলো না আমায়,
রেখো একটু একটু করে মনে।
মলিনে থেকেও ম্লান, হালকা থেকে মিহি
আর তারপর এই যে মিলিয়ে যাওয়ার রেখা এঁকে-
লিখা হচ্ছে আমার সমাপ্তির চিঠি!