আমি মানুষ হয়ে মানুষের
সামর্থের সীমার দেখা পাই,
অতএব আমি হেরে যাই-
শুধুমাত্র মানুষ হয়ে।
যেখানে দাড়িঁ( । )র দরকার ছিল
সেখানে মানুষ দিয়েছে কমা( ‚ )
আর বিধাতা করেছে ক্ষমা।
এখন এখানে শকুন গায় গান
আর মানুষ চিৎকার করে কয়‚
‘হায়‚ মোর প্রাণ।’