আমি আকাশের পানে কান পেতে
তোমার মনের কথা শুনতে চাই।
আমি বৃষ্টিকে স্পর্শ করে
তোমার স্পর্শের অনুভূতি পেতে চাই।
ঠিক করেছি,স্মৃতিগুলোকে জড়ো করে
অনেক বড় একটা মেঘ বানাবো
আর যেদিন যেদিন তুমি থাকবে না,
সেদিন সেদিনই এই মেঘের বৃষ্টিতে
আমি ভিজে তোমার কথা স্মরণ করব।
আমার আকাশ জানে
আমি তোমার কে হই,
তাই তুমি আমার কে হও
তা না জানলেও চলবে।
দেখো,অন্তত মায়ায় জড়িও না,
তাহলে তা রাগ হয়ে বের হয়ে যাবে।
স্মৃতিতে রেখে দাও,
সময়ের সাথে সাথে মনে পড়বে।
আমি হয়তো তোমার কাছে
শুধু একটা সময়,
যা প্রবাহিত হচ্ছে
আর তার আগাগোড়া,ভবিষ্যৎ,বর্তমান
কিছুই তোমার জানা নেই।
হুম, সময় না করে আমাকে-
মুহূর্ত হিসেবে রেখে দাও
হয়তো আমার আত্মাটা
তৃপ্তি পাবে তাতে।