বিশ্বাস করেন,
আমি আমার এই দু'চোখ দিয়ে
আমার চাওয়া মেঘেতে
অন্যজনকে ভিজতে দেখেছি
একবারের জন্যও চোখের একটি পলকও ফেলেনি,
অবশ্যই চোয়ালের দাঁতগুলো
শক্ত হয়ে লেগেছিল একে অপরের সঙ্গে

তারপর একটা সময় এলো
আমিও তোমার চাওয়াতে
একদিন নিজে অনেক ভিজেছি, অনেক!
পার্থক্য শুধু এটুকু যে-
সেখানে আমি ছিলাম, তুমি ছিলে আর
এক বুক ভারি হওয়া তোমার প্রতি আমার সেজদা
বিশ্বাস করেন, আমি অনেক ভিজেছি, অনেক।