মানুষের সরোবরে তোমায় খুঁজে পাবার যে ইচ্ছা,
তা নিশ্চয়ই আমার দুর্বলতাকে প্রকাশ করে!
যদিও আমি ‘মানুষ’ বলে কথা,
তবুও আমার চিত্ত ও অবয়বের রেশ-
অন্যত্র হয়ে প্রকাশ পাবে, তা আমি কখনোই চাই না!
ইতি, তুমি দূরেই থাকো।
আমি শুধু নিজের কাছেই স্বাধীন হয়ে ধরা দিতে চাই!