কত শতাব্দী ধরে শূন্যতায় ভরা
                       এই প্রান্তর
কত দেওয়াল লাল করেছে
                       প্রশ্ন অবান্তর।
এস পথিক, কুয়াশায় পথ হারিয়েছ?
তুমি তো প্রথম নও,
                      তুমি নও শেষ
বৈতরণীর বালুতে গুমরে কাঁদে
                      শত স্বপ্নর রেশ।
হারিয়েছে এখানে সোনার পাখি,
লেনিনের বাণী,
                      লালনের গান
পথ ভুলেছে জাতি বিবাদ,
হাজারো স্মৃতির পিছুটান।


এসেছে কত তৈমুর নাদির
                      অসি হস্তে বিপর্যয়
এই ঘাটেতেই ভাসান গেছে
                      বিপ্লবীদের মৃত্যুভয়।


এগিয়ে যাও পথিক, এগিয়ে যাও
কেন মিছে হারানো সময়কে তুমি
                      চোখে জায়গা দাও।


শত শতাব্দী ধরে আমি স্থায়ী
এসেছো তুমি বার বার
জন্ম-মৃত্যুর ঢেউয়ের বুকে
হাতে হাত দিয়ে টেনেছি দাঁড়।


আজ তোমার কপোলে জমা
এক জীবনের অভিমান
আমার দৃষ্টি ঝাপসা করে
অজন্তায় আঁকা তুলির টান।


থাকতে দাও আমায় নির্লিপ্ত,
                      সলিলের মতো
যেমন তুমি রয়েছ বিস্মৃত,
                      মৃত্তিকার মতো


দু হাত দিয়ে চোখ মুছলে,
কি করে বাইব আমি দাঁড়
কি করে নিয়ে যাবো তোমায়
                      বৈতরণীর পার?