পুস্পবনে যদি না থাকে পুস্পসকল
সাগরে যদি না ওঠে লহরীর কলকল
কেমনে তবে হবো বিভোর মুগ্ধতার ঐ নয়নে ?
কেমনে হবো সুখপিয়াসী আজ নিধুবনে ?
মুক্তবেনীতে ললিত কামনায় এক শতদল
কেমনে হই তোমা বিনা কিন্নরী চঞ্চল ?


যতনে গড়া স্বপ্নে দেখি নিরাশার শত ঝুল
কুয়াশার ধোঁয়ায় আটকে পড়া অজস্র কত ভুল l
ঘুমহারা আকাশ হই অবনী অববাহিকায়
অঙ্কুরিত করি বাসনা বিষন্ন রাতের তমিস্রায় l
কিছু সুখ, চেনা মুখ হয় প্রতিচ্ছবি পরছায়ায়
অবসরে অনাদরে রয়ে যায় সদা স্মৃতির কোঠায় l


ইচ্ছেগুলো জমিয়ে রাখি মনের আঙিনায়
মৌরিফুলের গন্ধ মেশে আবেগ জানালায় l
ডালিম রাঙা ভোর আসুক ঝিলিমিলি রোদে
উচ্ছাসে প্রাণ আকুলি-বিকুলি কাহার তরে কাঁদে ?
কল্লোলিত আশার খেয়ায় কোন বিরহের ডাকে
ওই কালো মেঘ বর্ষা  হয়ে ঝরে আমার চোখে l
চাঁদের গগণ মলিন বদন জোস্নাবিহীন মেঘলাতে  
নীড়হারা পাখি সুরহারা সাকী নিঃসঙ্গ নিশুতিতে l


'নন্দিত সায়রে'                    নিউইয়র্ক, ২০১৫