সময়ের বিরামহীন চলায় একটু অবসরে
যদি হয় দেখা অদেখা কিছু অমুল্য সুরভি
নেই তাতে ক্ষতি, অন্তর্নিহিত আবিস্কার
নিতান্তই নিজস্স ভাবনায় নিমজ্জন
যদি মন ডোবে ক্ষণিক একাকিত্বের খোঁজে  
তবে হও আগুয়ান, দুরে সুরে ভরা সাজানো বাগান
জানান দেয় ফুলের মেলায় বাঁধা সপ্নের ঘ্রাণ  
চন্দ্রমল্লিকার হলুদ আর পাতাবাহারের সবুজ
কাশ ফুলের ধুসরতা,  বাতাসে দোলানো
তুলোর সুগন্ধহীন ফুলে মেলে সরল সুখের আশ্বাস l


নিবিড় এক সম্মোহনীতে আত্মসমর্পণ
বৃষ্টির পতনে শুনি আত্মঝঙ্কার
রশ্নির লগ্নে প্রবাহিত মনের আঁধার
সাঁঝের ছায়ায় ঘোমটা টানে মেঘ
বিকেলের রোদে ঘরে ফেরা পাখিদের কথাকলি
ঘাসের গালিচায় আকাশের বিষন্নতা
সন্ধ্যার আলোয় উত্ভাসিত সন্ধামনি
মাটির সুবাসে বাজে বাতাসের বুলি
হারিয়ে ফেলা সবুজ-হলুদ প্রেমে অসময়ে,অকারণ l


পথচলা স্বার্থহীন অমোঘ সরু পথের ধুলোতে
স্রষ্টার বিচরণ সর্বত্র আলোকিত হৃদয়ের আসরে
অগোচরে, অনাদরে ঝরে প্রানের কত ভাষা
বিচ্যুত আশায় নিশ্বাসের প্রতিশ্রুতি,আভাসের পরিসরে l
বাঁকা চাঁদের মসনদে তারারা যেনো ঝলমলে বিন্দু
নীল কাপড়ে খচিত সাদা পাথরে তাঁতের কারুকার্য
অসীম আকাশের অক্ষত অলংকার
আমার হাজার কল্পনার সারথী                    
নয় শুধু কথার ফুলঝুরি, নিভৃতে অবলোকনে
হয় যবনিকা দুখের পাতার আর জন্ম হয়
বাকহীন নীরব কবিতার l


'স্বপ্নের অভিলাষে' প্রকাশিত একুশে বইমেলা ২০১৫, থেকে সংকলিত