(শান্ত বিকেলে সবুজ ঘাসে কাঠবেড়ালিকে দেখে)


কাঠবেড়ালি  মন-খেয়ালী
ঘাসের বুকে আহার
ছোট্ট গড়ন সোনালী বরণ
লেজটি বুঝি বাহার ?


এ গাছে ও গাছে
নেচে নেচে
করছো ছুটোছুটি
ভ্রমর আঁখি দুটি
এদিক-ওদিক তাকাও কেনো পাছে ?


তোমার মতন  চপলা মন
সবুজের কাছাকাছি
সরল প্রকৃতি রচি
কাঠবেড়ালি করি মিতালি
আজকে তোমার সনে
সূর্য ডোবা ক্ষণে
স্নিগ্ধ আলোয় শান্ত মলয়
আপনাতে তুমি আপনি মগন l


তোমার সাথে বনের পথে
আজ হারাবো কি?
সূর্য যেথায় রশ্নি ছড়ায়  
গাছের ফাঁকে দেয় উঁকি l
হলুদ পাতায় লাল মিশে রয়
লুকোচুরি খেলায়
খুঁজবো আজি তোমায় l


আজ  বিকেলে খেলার ছলে  
তোমার আমার প্রহর
পাখ-পাখালি দোসর l
সন্ধ্যে হলে জোনাক দলে
দেখবো আলোর ঝিলিক্
দূর তারার ঐ ঝিকমিক
ওই আকাশের কোলে
দারুন সুখে সাদা মেঘে
চাঁদের হাসি দোলে l


হাসি-রঙ্গ খেলা ভঙ্গ
রাত্রি এলে পরে
ঢাকবে অন্ধকারে
ডালের পরে তোমার ঘরে
ফিরবে তুমি যবে
দুষ্টু তথা তোমার কথা  
আমার মনে রবে l  


'স্বপ্নের অভিলাষে' কাব্যগ্রন্থ থেকে সংকলিত, প্রকাশিত একুশে বইমেলা, ২০১৫