ll ১ ll


সাগর পারে মন গভীরে  
প্রশ্ন জাগে যবে
বিশালতায় নীরবতায়
আছে কি কেউ ভবে ?


ঝিনুক কুঁড়াই হারিয়ে যাই
বালুর পথের পানে
মনে মনে মৌণ তানে
রবিঠাকুরের গানে l


ছন্দ দোলায় মনের ভেলায়
কবিমনের রঙে
সুর লেখনী গানের ধ্বনি
গাইছে  আপন ঢঙে l


ঢেউয়ের ফাঁকে লুকিয়ে রাখে
শামুক মানিক রতন
গজমোতি এক রত্তি
চমকে আমার নয়ন l  


সাগর ঘেঁষে আকাশ মেশে    
নীলিমতার  রথে  
হৃদয় উজাড় প্রেমের জোয়াড়
মিলছে দুজনাতে l


দূর আকাশের হাজার রঙের  
সূর্য ডোবা প্রহর
সুপ্ত আশায় চঞ্চলতায়  
হাজার কথার লহর l


হিম্ বাতাসে কি সুর মিশে
করছে আলাপন
ভালবাসার মন হারাবার  
প্রেমের কথোপকথন l


'স্বপ্নের অভিলাষে' কাব্যগ্রন্থ থেকে সংকলিত, প্রকাশিত একুশে বইমেলা, ২০১৫