মেঘে মেঘে আকাশ ঢেকে
সাদা কালোর খেলায়
রঙের ঝিলে 'ধনু' মিলে
সাত রঙেরই মেলায় l


তারই সাথে হৃদয় রথে
কল্প-ছবির ভেলায়
মেঘের সাথে মন হারাতে
নীলের মোহনায় l


আলো-আঁধারে মনটা ওড়ে
ছোট্ট পাখীর ডানায়
ধীর বাতাসে হিম্ পরশে
ফুলের বাগিচায় l


রঙের মাতম নয়নভিরম
মেঘের কারুকাজে
ঢেউ খেলে যায় নীল্ বাসনায়
কবি মনের মাঝে l


বৃষ্টির জল ক্ষণিক ছল
বর্ষে ক্ষণে ক্ষণে
করে যাত্রা শুনিয়ে বার্তা
শীতের আগমনে l


ক্ষণিক আলো মিলিয়ে কালো
পালাবদলের দিনে
রঙের ভিড়ে জল-শিশিরে
তোমায় নেবো চিনে l


'স্বপ্নের অভিলাষে' কাব্যগ্রন্থ থেকে সংকলিত, প্রকাশিত একুশে বইমেলা, ২০১৫