II ১ ll


পলাশ বনে   নীরব ক্ষণে
ডাকছে কোকিল পাখি
ঝিলের ধারে   ছোট্ট ঘরে
সন্ধ্যে হতে বাকী l


সাগর বেলায়   দারুন খেলায়
ঝিঁকিমিঁকী  জলে
গাঙচিলেরা   বাঁধনহারা
উড়ছে দলে দলে l


রাত্রি এসে  কালো কেশে
ঢাকবে  অন্ধকারে
নীল আকাশে   ধীর বাতাসে
পড়ছে মনে কারে l


রিমঝিমিয়ে বৃষ্টি   যায় না ফেরা দৃষ্টি  
লাজুক লাজুক সাজে
কার বেহালা   শেষের বেলা
নতুন সুরে বাজে l


ll ২ ll


চাঁদের আলোয়   তারার মেলায়
লাগছে বড় ভালো
ফুল বাগানে   দুরের বনে
জোনাক জ্বালায় আলো l


মুক্ত সম জোস্নাতে  আলো ছায়া পথে
কে করে মণ হরণ ?
কোন বিরহে  কিসের মোহে
মেঘকে করে বরণ ?


চোখের কোণে   অশ্রুবাণে
হাজার স্মৃতির দিঠি
মনের ঘরে   আসছে উড়ে
ভালবাসার চিঠি l


আপন মনে  বাতায়নে
জ্বালাই মোমের বাতি
আজ নিশীথে  তোমার সাথে
সুখের মালা গাঁথি l


মনটা চপল বোঝে না ছল  
মেহদী রাঙা হাতে  
আঁখির কাজল অশ্রু সজল  
নীরব বেদনাতে l    


নীঝুম প্রহর   প্রানের দোসর
নুপুর পরা পায়  
দূর পাহাড়ে   গানের সুরে
মন হারিয়ে যায় l


'স্বপ্নের অভিলাষে' কাব্যগ্রন্থ থেকে সংকলিত, প্রকাশিত একুশে বইমেলা, ২০১৫