দিগন্ত মাঠ আর সমুদ্রের আহ্বান
মনের প্রেক্ষাপটে ধাবমান অজস্র স্মৃতির আনাগোনা
সময়ের সাজানো পিঞ্জরে, মনের আঁধারে
স্বপ্নবিলাস আর দৃশ্যমান পথের বিষন্নতা
দ্রষ্টব্য সীমাহীন l  


কল্পতরু প্রকৃতির সৃষ্টির আড়ালে
তৃস্নাত্ত মানবের ঠাঁই নেই, অনিশ্চিত্ বসবাস
জীবনের প্রয়োজনে নিজেরই আত্মবিসর্জন
বিশুদ্ধবাদী মন খোঁজে বিশুদ্ধতা
কলুষিত পৃথিবীতে l তাই সংঘর্ষ বুঝি l
মন যেন এক ফসিল l ভেতরটা ফাঁকা
গহবরের মত, উঁকি দেয়া সূর্য রশ্নিতে
আশার প্রলোভন l


জীবনের কোলাহলে হারিয়ে ফেলা মুহূর্ত
একিউরিয়ামের রঙিন মাছের মত
শুধু চেনা পানিতেই সাতরানো l চেনা গন্ডিতে
নতুনত্ব নেই l অনুপস্থিত বহমান সরসতার l
চপলা হরিণীর যেন হার মানা, বিসর্জন প্রতিকৃতির l


শৈশবের স্মৃতির সুখের সল্পতা,ডানা মেলেনি মন
তাই স্বপ্নবিমুখ,ভীত,মোমের আলোর
নিচের জমা অশ্রুর মত, উপরের আলোতে দৃশমান যে
বোঝেনি কেউ তাকে, এত আলোতেও ক্রন্দন তার l
বাতাসে আজও আতরের সুবাস, প্রিয় হারাবার
তিক্ত বেদনা, চিন্তা আর বাস্তবের কারচুপি
নক্শিকাঁথায় বোনা স্বপ্নের সংমিশ্রন
প্রতিনিয়ত চেনা মুখ খুঁজে ফেরা তাই l


দুনির্বার গতিতে চলছে জীবন প্রকৃতির মতোই
বিবর্তনশীল, কালের ইতিহাস বয়ে চলা
আয়নায় প্রতিবিম্ব না চেনা মুখের
সাবলীল চাহনি, আমার ভালো লাগার অন্তিমতার
সহসা আবির্ভাব আর মিলিয়ে যাওয়া
পাওয়ার ভয় যেন গেঁথে বসে হারানোর ভয়ে l
স্বপ্ন ভঙ্গের কাঁপনে পিপাসিত, সিক্ত রূপের
গভীরে পলাতক মনের খুঁজে ফেরা
দিক নির্দেশনার হাতছানি
ফেরানো সম্ভিত জানায় বেঁচে থাকার স্পন্দন l


কার যেন তপ্ত নিশ্বাস জাগিয়ে তোলে
কষ্ট মেলানোর বিফল চেষ্টার প্রেক্ষাপণে
আরস্ঠ চোখ আর নির্লিপ্ত ভাষার গভীরের
অনুভূতি l সে এক কাহিনীর মত
কেউ বলেনি, কেউ জানতে চায়নি
এক মেয়ের প্রতিক্ষার চাহনি আর
সপ্নের লুকোচুরি জীবনের সাথে l


সে কবেকার কথা, সপ্ন আর প্রহরের
বিক্ষিপ্ততা, বয়ে চলে হৃদয়ের মনিকোঠায়
প্রতিক্ষার জ্বালে পিষ্ট জীবন আর
প্রতিশ্রুতির সহসা পরিবর্তন l মনের
আঙ্গিকে আবিষ্কার অভূতপূর্ব মানুষ
জীবনের রঙকে বদলাবার প্রয়াস
প্রতিদিন l নিজেতেই নিজের আত্মপ্রকাশ
লোকারন্যে কিংবা বহমান সাগরের নির্মিলিতায় l


এক গ্রীষ্মে বা শরতের আগমনের
আলাপনে যার সঙ্গে পরিচয়
যাকে খোঁজা সমস্ত জীবনের আঙ্গিকে
তাকে পেতে ভয় আজ l মোহনার শেষ
তীরের পারে বসবাস l সহসা আগমনে
স্বপ্ন ভঙ্গ আর নিজেকে হারিয়ে ফেলার  
মাঝে পাওয়ার আকাংখা l বেদনায়
এক রক্তি আশা, তাও অনিশ্চিত, ধাবমান
কল্পনায় ভর করা স্বপ্নের অভিলাষে  
আর জীবনের নোঙগোরে বসবাস l


'স্বপ্নের অভিলাষে' প্রকাশিত একুশে বইমেলা ২০১৫, থেকে সংকলিত