আকাশের নিলীমতা নয়নে দৃষ্টিগোচর  
হবে না কখনো যদি না থাকে আলোকধারা l
সূর্যের আলো, চাঁদের ঝলোমলো
তারার ঝিকিমিকি, অপরুপা জোসনার পসরা l
নীলাম্বরী  নীল্ গগণ  তাকায় মাটির পানে,
আলোর বাহুতে নীরব আলাপনে l
বলে সূর্যদেবকে ‘ওগো লাল মেয়ে
তুমি যদি না হতে উদয় আমার গায়ে
আমার বিশালতা হতো তুচ্ছ সীমানায়’ l


চাঁদকে বলে 'ওগো আবীরের কন্যা
তোমার আলোক ছটায় আমি হই সম্পুর্ণা  
সৃষ্টির কাছে, রাতের আঁধারে, তারার আসরে
বহু ঋণ তোমার কাছে’ l


উত্তরে বলে সূর্য ‘তুমি হলে পৃথিবীর ছাদ
তুমি বিনা আমি অনাথ
আমায় দিয়েছ ছোট্ট আশ্রয় তোমার বুকে
বহুকাল ধরে একই কক্ষে পরম ভরসায়
তোমার নীলে হেলান দিয়ে আলো ছড়াই
পৃথিবীর ত্বরে, জীবের ত্বরে, ওগো নীল মেয়ে
তুমি আমার অহংকার, আমার অঙ্গীকার ‘l


চাঁদ বলে ‘ওগো নীলিম, তোমার ঠোঁটে হাসি আমি,
তোমার বুকে, নিবিড় প্রণয়ে ভাসমান
আমায় নিয়ে রাতজাগা প্রানে হয় কতো কবিতা ও গান
যদি তুমি না দিতে স্থান, আমি পেতাম না খ্যাতি
তোমার পালঙ্কে আমি প্রানোচ্ছল রাতের বাতি’ l


আকাশ বলে 'ওগো সূর্য, চাঁদ, তারা
আমি হই দিশেহারা
যদি না করো আমায় সম্মোহন
তোমাদের আলোময় জীবনের স্রোতে l
ততদিন উচ্চ আমার শির
যতদিন আছে আয়ু পৃথিবীর’ l


'স্বপ্নের অভিলাষে' প্রকাশিত একুশে বইমেলা ২০১৫,  থেকে  সংকলিত