বাতাসে সৃষ্টির সুবাস
অশ্রুতে বৃষ্টির রং দেখি
নদীর জলে দেখি জীবনের প্লেবতা
শিশিরে স্নাত টলমল বয়ে চলা সময়
সদা আবেগময়, সুধাময়
দুর্নিবার প্রানের টানে, ভরসাতে
মনের দৃঢ়তা আকাঙ্খার আলোতে
যেথায় তোমার চোখে দেখি ভালবাসার স্বচ্ছতা l


কপোলে অধরে
তারার চুম্বন দিলাম তোমায় l
আঙ্গুলে স্পর্শ বাতাসের
পথচলা সবুজে শিশিরে
চাহনি কল্প-আঁখিতে
স্পন্দন ভালবাসার গভীরে l
আমায় দিও রাতের ক্লান্তি
সকালের প্রসন্নতা
না বলা কথার নিস্তব্ধতা
থেমে যাওয়া গানের স্বরলিপি l
আমায় দিয়ে আবার হবে নতুন পথচলা
ভাঙা আশায় প্রানের সঞ্চালন
ক্ষীন জোসনায় মৌন পদচারণ l


কালের আবির্ভাবে নস্টালজিক প্রহর
আজকের চিন্তায় বাঁধাপ্রাপ্ত
শুকিয়ে যায় মনের প্রকোষ্ঠে
স্বপ্ন বিকাশে ফুলের প্রস্ফুরণ
আকন্ঠ মৌসুমের অনুকরণ
কিছুদিনের জীবন তারপর ঝরে পড়া
হরিষে-বিষাদে  ভাঙা আর গড়া
স্বপ্নের মত হারিয়ে ফেলা  l
হারিয়ে যাওয়া স্বপ্নে আমি হব সুখের পাখি
বয়ে আনব বার্তা প্রানের l


সুরের জলসায় আমি গানের কলি
আমার খোশবু নিও চিনে,
তোমার আঙ্গুল আমায় স্পর্শ করে তারের বীণে l
তারের ঝংকারে আলতায়, ঘুঙুরে
নাচে আমার পায়ের চঞ্চলতা
আমার মধুরতা, নমনীয়তা  
পরম সুখের দেবো জলাঞ্জলি
যদি তোমা পাই আপন করে
নয়নে নয়ন রাখবো ধরে
চিনবো তোমায় তোমার ঘ্রাণে
হাজার ভিড়ের তারার আসমানে l


আলোকে আলোকিত একটি নক্ষত্র
আমি তোমার আকাশে
শুধু দূর থেকে দেখা নয়
অনুধাবন একান্তে
আমার চোখে তোমার ভাবনা
হাজার তারায় হারিয়ে যাওয়া
যেথায় নেই মানা মন হারাবার  
আমায় খুঁজে নিও আকাশের সীমায়
সুরের অলিন্দে
বিমূর্ত রাত্রিতে
একটি শিহরণ আমি তোমার
আব-ছায়া মায়ায় আলোর রন্শ্নি l
তোমায় জাগিয়ে দিলাম আমি
ঘুমন্ত আঁখিতে
ভোরের প্রথম আলোক-ছটা হয়ে, আমার স্পর্শে l


'স্বপ্নের অভিলাষে' প্রকাশিত একুশে বইমেলা ২০১৫,  থেকে  সংকলিত