সম্ভাবনার কথা
-রওশন হাসান


টাইল্সের ফাঁকে বৃষ্টির চুইয়ে পড়া পানি
ভিজে যাওয়ার ভয়ে চড়ুইয়ের লুকিয়ে পড়া
দালানের ইটের মাঝে l পাখির চঞ্চুতে কালের ডাক
বাগানের টবে মানিপ্লান্টে নতুন পাতার সমারোহ
শুনিয়ে যায় সম্ভাবনার বার্তা l


কাগজের নৌকো বানাবার প্রতিযোগিতা
লুকোচুরি খেলায় লুকিয়ে যাওয়া ছেলেবেলা
মৌচাকে ক্ষণে ক্ষণে জমা হওয়া স্বপ্ন l
সপ্ন ভঙ্গে প্রাসাদ ভাঙ্গা l পুঞ্জিভূত আশা ভাঙ্গা l
কালো রাতের মৌনতায় তাই বাতাসের ক্রন্দন l
আমার বেগুনী রঙের কান্নায় হৃদয়ের অলক্ষ্যে
সর্বত্র বিচরণ সম্ভাবনার l


নাম না জানা ক্যাক্টাসেও যখন ফুল ফোটে
তখনও মনে হয় পৃথিবী সম্ভাবনাময়,
যেমনটি 'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়' l
পথের ধারে জীর্ণ মানুষের মাঝে যখন
খুঁজে পাই 'আলোকিত মানুষে'র সন্ধান
যাকে 'পাগল' বলে ডাকি আমরা l
পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন যার
অতি দরিদ্র 'বাউল' অথবা 'ফকির' l
তার মাঝেও প্রতিভার কত সম্ভার,
নিজেকে কত ছোট মনে হয় তার কাছে,
তালিম নিষ্প্রয়োজন l তাই আক্ষায়িত
অন্য নামে, সেখানেও সম্ভাবনা l


কানে ভেসে ওঠে কোনো অস্পষ্ট সুরে  
দুরে কারো মনের গহনে বা সিডি তে
বেজে ওঠা 'আমার মন কেমন করে ,
কে জানে কাহার ত্বরে'  অথবা
'বাদলও দিনেরও প্রথম কদম ফুল, করেছ দান'
মনের আন্দোলন যখন বিদ্রোহ করে
এই গানই শোনায় সম্ভাবনার কথা, রাগের রূপে l  


'বস্তুবাদের' বা ‘ম্যাটারিয়ালিস্টিকের ' এর কথা যখন বলি
এর অন্তর্নিহিতে বা প্রকাস্শে যদি খুঁজে পাই
অন্তত একজন সৎ মানুষ, যার কথা আর
কাজের মিল যার ভালবাসা নিজের জন্য নয়,
অন্যের জন্য, যে বিধাতা আর ভালোবাসাকে
মিলিয়ে এক করে ফেলে তখনও ভেসে
আসে ঐশ্বরীয় বাণী, সম্ভাবনার l
স্বীকৃতি পায় বিধাতার সাথে সৃষ্টির সেই
যোগাযোগ l সাধারণের কাছে যা
অবিচ্ছেদ্য, অদৃশ্যমান,অমূল্যবান  l


হৃদয়ের অলক্ষ্যে  যে ভালবাসার আবাদ
যেখানে জীবনের শেষ, সেই ভালবাসা
মনের পাঁজরে যোগায় শক্তি
কল্পনার অসীম সীমায়, মিলনের সুখে
আর বেঁচে থাকার স্পৃহা শেখায়
সম্ভাবনার আলোকে l


মোমের নীচের অন্ধকারে জীবন
কালো, অশ্রুসিক্ত, গলে গলে জমা হওয়া
তারপর হঠা্ৎ করে নিভে যাওয়া
বাতাসের সংস্পর্শে অথবা মৃত্যুর প্রেক্ষাপটে l
আলোর সঙ্গে লুকোচুরি; আলো আঁধারের
খেলায় কখনো মোমের মতই আলোকিত
করে কারো জীবন l শত কষ্টের পরে
যখন মেলে অর্জন সম্ভাবনার আলোয় l


'স্বপ্নের অভিলাষে' প্রকাশিত একুশে বইমেলা ২০১৫,  থেকে  সংকলিত