বন্ধু তুমি বাসর ঘরের দরজা খুলোনা,
হয়তো গিয়ে ঘরে তুমি বৌ কে পাবেনা।

যে আশাতে বন্ধু তুমি ঢুকবে বাসর ঘরে,
বৌ টা হয়তো তোমার ভয়ে আগেই পড়ছে সরে।

বন্ধু তোমার নেই তো মনে আজ যে কাল রাত,
তাই তো বৌ টা রয়েছে দুরে মেলাবে না হাতে হাত।

খুনসুটি আর দুষ্টমিতে বাসর হলো মিস,
আটটি প্রহর শেষে হয়তো হবে যে মিলমিশ।

বন্ধু তুমি আড়চোখেতে হাতে লয়ে চাবি
আর যেওনা খুলতে তালা করছে বৌ টা দাবি।

স্বল্প ছুটি বুঝেছি আমি গায়ে তোমার জ্বালা,
বস কে বলে চাইবে ছুটি খুলবে না তবুও তালা।

স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণে বেঁধেছে গোলমাল,
বিধাতা তাই ঠিক সময়ে বাসর লিখছে কাল।

মোবাইলে বার্তা পড়ে হাসছো কুটি,
বস তোমায় বর্ধন করছে আরও সাতদিন ছুটি।

আস্তে ধীরে কাটাও ছুটি গরম করো না মাথা,
ছন্দ'রা সব পালিয়েছে তাই রাখছি কলম খাতা।

          রচনা কাল ঃ ০৬/০২/২০২৫ইং