কানায় কানায় রং চা তে
                     পূর্ণ চায়ের কাপ,
সকলে কিন্তু পায় না সেটা
                     হাসিতে প্রকাশ পায় ভাব।

জানিনা ঐ পূর্ণ কাপের
                     আসল রহস্যটা কি,
ক্রেতা সহ বিক্রেতা হাসে
                     বলে না উক্ত কাপের ফি।

বদিয়ার ভায়ের অর্ধ কাপে
                     হয়তো হয় না নেশা,
এ বাজারেই তার আছে
                     পান বিক্রয়ের পেশা।

ঐ চা টা যে বানিয়েছে
                     তার ও আছে দোকান,
সোহেল ভাই বদিয়ার মিয়ার
                     পান ক্রয়ের মোকাম।

বুঝেছি এবার কেন ঐ কাপ
                     পূর্ণ কানায় কানায়,
অর্ধ কাপে পানের পোনে
                    ছোট পান দেয় চালায়।

সব আত্মা সবার কাছে
                      পায় না যেমন ঠাঁয়,
তাই ঐ কাপও পূর্ণতা পায়
                   বিনিময়ে ভালবাসায়।

                 ***সমাপ্ত***
                 রচনাকাল ঃ
             ১৬ জুন ২০২৫ ইং