কবিতা —
তোমাকে লিখবো বলে,
মুখটাকে কি রেখেছো অমন আড়াল করে?
মুখ ভেংচি আর তাকানো আড়চোখে,
বসন্ত কি কাঁদতে বসেছে তার বিদায়ী শোকে?
কবিতা —
তোমাকে লিখবো বলে,
শিমুলের তুলা কি ফুটে উড়ে পড়ছে জলে?
কোকিল যেন বিরহের গান গাইছে শিমুল শাখে,
কার্পাসের তুলা কি মৃত্তিকার সঙ্গে মিতালি করছে এ বৈশাখে?
কবিতা —
তোমাকে লিখবো বলে,
ধান ক্ষেতের মুঞ্জুরিরা একত্রে উঠছে হেসে দুলে।
সবুজ ঐ ধান ক্ষেত কখনো হবে সোনালী প্রান্তর,
ফসল উঠলে কি ফুটবে না হাসি ভরবে না অন্তর?
কবিতা —
তোমাকে লিখবো বলে,
রাজহংসীরা দল বেঁধে কি নামছে দিঘির জলে?
বর্ণমালার বর্ণরা,শব্দরা যেন রয়েছে অগোছালো,
হ-য-ব-র-ল-বর্ণরা মিলে হবে ছন্দ, থাকবেনা এলোমেলো।
কবিতা—
তোমাকে লিখবো বলে,
সন্ধ্যার আকাশ পানে চেয়ে রই সন্ধ্যাতারা উঠবে বলে জ্বলে।
কখনো বাঁকা চাঁদের হাসিতে তোমাকে খুঁজে পাই,
সান্নিধ্য নাই বা দিলে,তোমার মাঝে লেখার অনুপ্রেরণা পেতে চাই।
***সমাপ্ত ***
রচনা কাল ঃ
১০/০৪/২০২৫ ইং